ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার নরেন্দ্র মোদির ভ্রমণের হিসাব দাবি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২

নয়াদিল্লি: এবার পাল্টা বরোদার এক সমাজসেবী ত্রুপতি শাহ তথ্য জানার অধিকার আইনে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ভ্রমণের হিসাব জানতে চেয়েছেন। মোদির সরকার এখনও ২০০৭ সালে তার ভ্রমণের খরচ সম্বন্ধে কোনো তথ্য দেয়নি।

কারণ ওই বছর তিনি অনেক কনফারেন্সে যোগ দেন।

এর আগে নরেন্দ্র মোদী কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর ভ্রমণের খরচের ব্যাপারে জানতে চান।

ত্রুপতি শাহ একটি চিঠি লিখেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বরাবর। তিনি মুখ্যমন্ত্রী ও তার ক্যাবিনেট কলিগদের ভ্রমণের খরচ সম্পর্কে জানতে চান। ওমেন এমপাওয়ারমেন্ট সম্মেলনে কতটাকা খরচ হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়েছেন ওই নারী।

শ্রীমতি শাহ অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মোদির হেলিকপ্টার করে ২৭টি জায়গায় ভ্রমণের খরচ সরকারি তহবিল থেকেই নেন। কিন্তু তার কোনো উল্লেখ নেই। সেই হিসাব দেওয়া হোক।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।