ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাঞ্জাবে করদাতাদের ১ কোটি রুপি অন্য রাজ্যের স্কুলকে দানকে নিয়ে বির্তক

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১২

নয়াদিল্লি: পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল ১ কোটি রুপি নিজের স্কুল ‘লরেন্স স্কুল সানাওয়ারকে’ দিয়েছেন। চণ্ডিগড় থেকে কিছু দূরে হিমাচল প্রদেশের কাশৌলিতে এলিট কো-এড বোর্ডিং স্কুলটি অবস্থিত।



মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ছেলেকে সমর্থন করে বলেছেন, সুখবীর যা করেছে, তাতে ক্যাবিনেট কমিটির স্বীকৃতি ছিল।

তবে রাজ্যের বিরোধীরা হুমকি দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা করবেন। কারণ, করদাতাদের টাকার নয়-ছয় করা হচ্ছে এবং রাজ্যের উন্নয়ন খাতের টাকাও ব্যবহার করা হচ্ছে অন্য রাজ্যের জন্য।

এ বছর পাঞ্জাব নির্মাণ ফান্ড ১ কোটি রুপির বাজেট তৈরি করেছে। যার সবটাই লরেন্স স্কুলকে দান করা হয়েছে।

বিরোধীরা বলেছেন, এমনও প্রমাণ আছে, পাঞ্জাবের করদাতাদের টাকা অন্য রাজ্যের স্কুলকে দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে অবশ্য মুখ্যমন্ত্রী জাতীয়তাবাদের প্রসঙ্গ তুলতে পারেন। হিমাচল প্রদেশ কি ভারতের অঙ্গ নয়?

এ বিষয়ে প্রশ্ন করা হলে সুখবীর সিং বাদল বলেন, হিমাচল প্রদেশের মন্ত্রীরাও অন্য রাজ্যকে টাকা দেন। জম্মু-কাশ্মীরের লাদাকে গিয়ে তিনি তা দেখেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।