ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ষণে আগরতলাসহ গোটা রাজ্যের জনজীবন বিপর্যস্ত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বর্ষার মৌসুম পেরিয়ে গেলেও এখনও রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব। আর বিদায়ী মৌসুমী বায়ুর প্রভাবে গত তিন দিন এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে রাজ্যে।

অবিরাম বর্ষণে আগরতলাসহ গোটা রাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়াবিদদের মতে এটা বোনাস বৃষ্টি। তারা জানিয়েছে আরও কিছু দিন থাকবে এই বৃষ্টি।
আবহাওয়াবিদ এবং কৃষি বিজ্ঞানীদের মতে এই বৃষ্টি সাহায্য করবে কৃষিতে। কিন্তু মাছ চাষের জন্য লাভজনক হবে না।

শহর এলাকার নিচু রাস্তা জলে ডুবে গেছে। যদিও উজানে বৃষ্টি না হওয়ায় নদীর জল এখনও বিপদ সীমার নিচে বইছে না।

শুক্রবার এদিকে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত অবিরাম বর্ষণের ফলে বহু নার্সারি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আটকে পড়ে। বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। নির্ধারিত সময় থেকে অনেক পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।