ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছাত্রদের স্বেচ্ছায় রক্ত দানে উৎসাহ দিন: মানিক সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের স্বেচ্ছায় রক্ত দানে উৎসাহ দিতে শিক্ষকদের এগিয়ে আসতে বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

শিক্ষকদের প্রতি তিনি বলেন, “আপনার ছাত্র ছাত্রীদের রক্ত দানে উৎসাহিত করুন।

যে কোন ধরনের সমাজ সেবামূলক কাজে যাতে ছাত্র ছাত্রীরা এগিয়ে আসে তা নিশ্চিত করুন। ”

শুক্রবার এনএসএসের উদ্যোগে রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পুর পারিষদ ফুলন ভট্টাচার্য্য প্রমুখ।

মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, “মানুষের বেঁচে থাকার জন্য মূল্যবান একটি উপাদান হলো রক্ত। রক্তের কোনো বিকল্প নেই। রক্তদান শুধু দান নয়, একটা মুমূর্ষূ রোগীর জীবন বাঁচিয়ে পূণ্য অর্জন করা। ”

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।