ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনে গোলাগুলি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আসাম থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী ট্রেনে শুক্রবার দুপুরে গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লামডিং থেকে আগরতলায় যাওয়ার পথে আসামের হাফলঙ্গে ট্রেনটি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতকারীরা।



ঘটনাটি ঘটেছে ডিমাসা জেলায়। সেখানে জঙ্গি তৎপরতা রয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ আরো জানায়, চলন্ত রেলগাড়িটি লক্ষ্য করে বাইরে থেকে গুলি চালানো হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। রেলের ভেতরে ছুটাছুটি শুরু হয়ে যায়।

তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
সম্পাদনা: এমজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।