ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে নাট্যকর্মীর ওপর হামলা, বিদ্বৎ সমাজের প্রতিবাদ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব বিমল চক্রবর্তীর ওপর তৃণমূলের হামলার ঘটনায় শুক্রবার পথে নামলেন বিদ্বজ্জনেরা।

এর প্রতিবাদে এদিন কলকাতার অ্যাকাদেমি অব ফাইন আর্টস চত্বরের বাইরে বিক্ষোভ সামিল হলেন তারা ৷ প্রতিবাদে সুর চড়ালেন সবাই৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন কবি শঙ্খ ঘোষ৷

এদিন তিনি প্রতিবাদ সভায় চিঠি পাঠিয়ে বলেছেন, “গত কয়েক মাস ধরে আমি বলে আসছি, গোটা রাজ্যে মাস্তানবাহিনীর অবাধ উচ্ছৃঙ্খল আচরণ সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ এরই একেবারে সাম্প্রতিক উদাহরণ নাট্যশিল্পী বিমল চক্রবর্তীর উপর অন্যায় আক্রমণ৷ এর জন্য কি অন্যায়কারীরা শাস্তি পাবে? না কি উল্টে আক্রান্তকেই পেতে হবে শাস্তি? আমাদের গোটা সমাজ জীবনের দুশ্চিন্তা এখন এটাই৷”

তিনি আরও বলেছেন, “বিমল আজ যেভাবে লাঞ্ছিত, সে বিষয়ে কোনো প্রতিকার যদি এখনই না ঘটে, তবে আমাদের যেকোনো নাগরিকের কপালেই এ বিষয়ে সে লাঞ্ছনা জুটতে পারে৷ এমনই এক আতঙ্কজনক পরিবেশের মুখে আমরা দাঁড়িয়ে আছি আজ৷ দল বা সরকার এর প্রতিকারের কথা একটু ভাবুন৷”

অ্যাকাদেমি চত্বরে এদিনের প্রতিবাদ সভায় হাজির ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কৌশিক সেন, সুমন মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী প্রমুখ ৷

যদিও নাট্যব্যক্তিত্ব বিমল চক্রবর্তী এদিনের প্রতিবাদ সভায় ছিলেন না৷ ছিলেন তার স্ত্রী সুতপা চক্রবর্তী ৷ তিনিও ঘটনার নিন্দা করে পরিবর্তন নিয়েই প্রশ্ন তুলে বলেন, শাসক তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই কি মিলবে শাস্তি?

উল্লেখ্য, বরানগরের ইউবি কলোনির বাসিন্দা নাট্যকর্মী বিমল চক্রবর্তীর অভিযোগ, সিপিএমের মিছিলে যাওয়ার অভিযোগে গত মঙ্গলবার বরানগর বাজারে তৃণমূল সমর্থকরা মাছ ব্যবসায়ীদের বসতে দিচ্ছিলেন না৷ তিনি প্রতিবাদ করলে স্থানীয় যুবকরা তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ৷ তাকে মারধর করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়৷

এই ঘটনার পর বুধবার বরানগর থানায় অভিযোগও দায়ের করেন তিনি৷ পরিবারের অভিযোগ, শুধু প্রাণে মেরে ফেলার হুমকিই নয়, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে তাণ্ডব চালায় বাইকবাহিনী৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।