ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পদত্যাগী মন্ত্রীদের নিয়ে মমতার উপদেষ্টামণ্ডলী কমিটি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১২

কলকাতা: তৃণমূলের সদ্য পদত্যাগী কেন্দ্রীয় মন্ত্রীদের রাজ্যে এবার উপদেষ্টা কমিটি করে পুনর্বাসন দেওয়া হল ।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে শুক্রবার কেন্দ্রের ইউপিএ-২ সরকার থেকে দলের পদত্যাগী ছয়জন মন্ত্রী এবং সাংসদ দীনেশ ত্রিবেদীকে নিয়ে গঠিত হল উপদেষ্টামণ্ডলী।



মুখ্যমন্ত্রীর অধীনেই কাজ করবেন সবাই। সরকারের দাবি, এই উপদেষ্টামণ্ডলী রাজ্যের আর্থিক এবং সামাজিক উন্নয়নে কাজ করবে। প্রয়োজনীয় পরামর্শ দেবেন সংশ্লিষ্ট দফতরগুলিকে। গত ২৯ সেপ্টেম্বর এই প্রস্তাবে সম্মতি দেন সাবেক মুখ্যসচিব সমর ঘোষ।

কেন্দ্রীয় মন্ত্রিসভার মতো উপদেষ্টামণ্ডলীতে প্রত্যেককে আলাদা আলাদা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে । পরিবহন দফতরের উপদেষ্টা হচ্ছেন মুকুল রায়, শিল্প বিষয়ক দফতরের দায়িত্ব সৌগত রায়, নগরোন্নয়ন দফতরের উপদেষ্টা সুদীপ বন্দ্যোপাধ্যায়, গ্রামোন্নয়নের দায়িত্বে শিশির অধিকারী, পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে দীনেশ ত্রিবেদীকে, সুন্দরবন উন্নয়নের দায়িত্ব চৌধুরী মোহন জাটুয়া ও সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্বে সুলতান আহমেদ।

এই নির্দেশিকা কাযর্কর হয়েছে ১ অক্টোবর থেকে । স্থির হয়েছে, রাজ্যের প্রশাসনিক সচিবালয় মহাকরণেই বসবেন উপদেষ্টামণ্ডলীর সদস্যরা । যদিও, এখনও সদস্যদের জন্য ঘর নির্দিষ্ট করা হয়নি ।

মহাকরণ সূত্রে খবর, প্রত্যেকের জন্য ঘরের বন্দ্যোবস্ত করতে ইতিমধ্যেই পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

সম্প্রতি রাজ্যে জোট ছেড়েছে কংগ্রেস। সেচমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মানস ভুঁইয়া । মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া ঘরটি দেওয়া হয়েছে পরিবহন দফতরের উপদেষ্টা মুকুল রায়কে ।

দায়িত্ব বুঝে নিয়েই শুক্রবারই, পরিবহনমন্ত্রী মদন মিত্র এবং দফতরের অন্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুকুল রায়।

বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।