ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দলের কর্মীর বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ সৌগত রায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২

কলকাতা: এবার নিজের দলের কলেজ কমিটির গর্ভনিং বডির সভাপতির বিরুদ্ধে সরব হলেন ইউপিএ-২ সরকার থেকে পদত্যাগী সদ্য সাবেকমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়।

কলকাতার আশুতোষ কলেজের শনিবার এক সভায় নাম না করেও তৃণমূল নেতা ও সাবেক বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে তিনি বলেন, এইট পাস করে কেউ কলেজ কমিটির গর্ভনিং বডির সভাপতি হন কি করে? কলেজে যে সব ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষ নিগ্রহ করেন, তাদের কলেজে থাকা উচিত নয়।

তাদের বিরুদ্ধে শিক্ষকদের সত্যাগ্রহ করা উচিত। সরকারের উচিত, শিক্ষকদের নিরাপত্তা দেওয়া।

তিনি আরও বলেন, বিভিন্ন কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনা দেখে নিজেকে অসুস্থ মনে হয়। মনে হয়, না বাঁচলেই ভালো হত৷

এমনকি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজ্যের সরকারি নীতির সমালোচনা করে সৌগত রায় বলেন, যে রাস্তায় যাচ্ছে প্রেসিডেন্সি, তা সঠিক নয়৷

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।