ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছেন ত্রিপুরার কর্মচারীরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছেন ত্রিপুরার কর্মচারীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত পেনশন ও বীমায় এফডিআই’র অনুমোদনের তীব্র বিরোধিতা করে এ আন্দোলনে নামছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটিসহ(এইচ্‌বিরোড) ১১টি সংগঠন।



তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের এ জনবিরোধী পদক্ষেপে একদিকে দেশের আর্থিক ক্ষেত্র ফাটকা লগ্নি পুঁজির গ্রাসে পড়বে, অন্যদিকে বিপন্ন হবে দেশের কোটি কোটি মানুষের সঞ্চয়।

কেন্দ্রীয় সরকারের এ নীতির প্রতিবাদ জানিয়ে আগামী ১০ অক্টোবর সমন্বয় কমিটিসহ ১১টি সংগঠন মহামিছিল ও মহাসমাবেশের আয়োজন করেছে। রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির (এইচ্‌বিরোড) সাধারণ সম্পাদক অসীম পাল। তিনি বলেন, জনবিরোধী নীতির ফলে ২০১৩ সালের ২০ ও ২১ ফেব্রুয়ারি সর্বভারতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একদিনের ধর্মঘটও পালিত হবে।

তিনি বলেন, ইউপিএ সরকার বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা বর্তমান ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেনশন তহবিলেও ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমোদন দিয়েছে। মনে হচ্ছে, দেশের জনগণের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের এ জনবিরোধী সিদ্ধান্তের ফলে আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হতে চলেছে দেশ। কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কিছুর পরোয়া না করে ফের দেশের আর্থিক অবস্থার ওপর আঘাত আনতে চলছে।

সর্বভারতীয় বীমা কর্মচারী সংগঠনের সম্পাদক প্রনব ভৌমিক জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ৪ অক্টোবর বীমা ও পেনশনে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে, তা পুরোপুরি দেশের ও জনগনের স্বার্থবিরোধী।   তিনি বলেন, সংসদের মাধ্যমে সিদ্ধান্ত না নিয়ে মন্ত্রিসভা একতরফা এ সিদ্ধান্ত নিয়েছে। সারা ভারত বীমায় যে জায়গাতে প্রথম অবস্থায় ২৯ শতাংশ রেশিও ছিল তা বাড়িয়ে ৪৯ শতাংশে এনে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক দিক দিয়ে দেশকে দুর্বল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর এক প্রকার বোঝা চাপানো ছাড়া আর কিছু নয়। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার পেনশন বিল, বীমাসহ ৪টি রাষ্ট্রায়ত্ব সংস্থাকে বিদেশি পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিতে চাইছে।

তিনি বলেন, সরকারি সংস্থাগুলোকে বেসরকারি মালিকানার হাতে তুলে দিয়ে কেন্দ্রীয় সরকার দেশবিরোধী মনোভাব নিচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।