ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার আবেদনে সাড়া দিয়ে বাস ধর্মঘট প্রত্যাহার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আবেদনে সাড়া দিয়ে আপাতত রাজ্য জুড়ে বাস ধর্মঘট প্রত্যাহার করে নিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। তবে, বাস ধর্মঘট আপাতত এড়ানো গেলেও ট্যাক্সি ধর্মঘটের দাবিতে অনড় রয়েছেন ক্যাব মালিকরা।



দুর্গা প‍ূজার আগে কলকাতাবাসীকে বড়সড় অস্বস্তি জুগিয়ে ভাড়া বৃদ্ধির দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট।

এর সমাধান খোঁজার জন্য সোমবার দুপুর ১২টায় মহাকরণে পরিবহনমন্ত্রী মদন মিত্র ও বাস সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডাকেন  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবহন সচিবও।

বৈঠকের পর জয়েন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সাধন দাস বলেন, “মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই লক্ষ্মীপূজা পর্যন্ত বাস ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হচ্ছে৷”

এদিকে, বাস ধর্মঘট উঠে গেলেও  ট্যাক্সি সংগঠনের সঙ্গে পরিবহনমন্ত্রীর বৈঠকে পাওয়া গেল না রফাসূত্র ৷

সংগঠনগুলিকে লক্ষ্মীপূজা পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার অনুরোধ জানিয়ে পরিবহনমন্ত্রী মদন মিত্র বলেন, “ভাড়া বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই ৷”

এরপরই ভেস্তে যায় বৈঠক

বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন (বিটিএ)-র সভাপতি বিমল গুহ জানিয়েছেন, মঙ্গলবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন৷

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।