ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মঞ্চ-মাইক ছাড়াই বামেদের সভা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২

কলকাতা : কলকাতায় মঞ্চ মাইক ছাড়াই বামপন্থীরা  সভা  করলেন। কলকাতা পৌরসভার সামনে মঙ্গলবার সকালে বামফ্রন্টের সভার মঞ্চ সামনে করতে বাধা দেয় পুলিশ।



কিন্তু পুলিশি বাধার মুখে পড়েও বাম নেতারা জানিয়ে দেন- তারা মঞ্চ ছাড়াই, খালি গলায়, বিনা মাইকে সভা করবেন।

সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দিয়েছিলেন, পুলিশ বাধা দিলেও কলকাতা পৌরসভার সামনে বামেদের সভা হবে। সেই অবস্থানেই অনড় ছিলেন বাম নেতারা।

কলকাতা পৌরসভার সামনে সভা করার কথা এরআগে ৮ সেপ্টেম্বর পুলিশকে জানায় বামফ্রন্ট। একমাস পরে ৭ অক্টোবর নিউ মার্কেট থানার চিঠি আসে বাম নেতাদের কাছে।

সেই চিঠিতে বলা হয়, কলকাতার পৌরসভার সামনে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না বামেদের। এই সভা হলে আইন-শৃঙ্খলার অবনতি হবে বলে জানায় পুলিশ।

পাল্টা  বাম নেতারা জানান, কলকাতা পৌরসভার সামনেই তারা সভা করবেন। অশান্তি হলে দায়ি থাকবে প্রশাসন।

এদিন সকালে বাম নেতা কর্মীরা মঞ্চ তৈরী করতে গেলে পুলিশ বাধা দেয়।  

কলকাতা পুলিশ আর বামনেতাদের অনড় মনোভাবে সভাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। ঘটনাস্থলে অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময় : ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
আরডি/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।