ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রটোকল সমস্যা, প্রণাম নিতে পারবেন না রাষ্ট্রপতি প্রণব!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২
প্রটোকল সমস্যা, প্রণাম নিতে পারবেন না রাষ্ট্রপতি প্রণব!

কলকাতা: ভারতের রাষ্ট্রপতি হওয়ার কী সমস্যা, নিজের পরিবারের ছোটদের প্রণাম বা নমস্কার গ্রহণ করতে পারবেন না প্রণব মুখার্জি।

আসন্ন দুর্গা পূজায় প্রতি বছরের মতো এবারও তিনি বীরভূমের মিরিটিরে গ্রামের বাড়িতে থাকবেন।

কিন্তু এ সময় আগত তার পরিজন বা তার নিজের বাড়ির ছোটদের প্রণাম তিনি নিতে পারবেন না রাষ্ট্রীয় প্রটোকলের কারণে।

তার অতিরিক্ত ব্যক্তিগত সচিব প্রদ্যোত গুহ এ নিয়ে বলেন, “কাউকেই রাষ্ট্রপতির পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হবে না। এটা প্রটোকল বিরোধী। ”

শুধু তাই নয়, তার পরিবারের সদস্যদের ও আত্মীয়দের পরিচয়পত্র দেওয়া হবে। এ পরিচয়পত্র না থাকলে তারা পূজার অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে যোগদান করতে পারবেন না।
 
এ প্রটোকলের চাপে পড়ে পূজার আনন্দ ম্লান না হয়ে যায় তা নিয়ে এখন শঙ্কিত ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির পরিবার।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।