ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রামুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশের পার্বত্য জেলা কক্সবাজারের রামুতে সংঘটিত ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে আগরতলা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করা হয়।

গত ২২ ও ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের চারটি জেলা মৌলবাদীরা হামলা চালিয়ে বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির ও হিন্দু মন্দির ধ্বংস করে দেয়। আগুনে পুড়ে ছাই হয় অনেক বসতবাড়ি।

এরই প্রতিবাদে সোমবার বৌদ্ধ সম্প্রদায়ের লোক রাজধানীতে এক বিক্ষোভ মিছিল বের করে। দুপুর ১২টার দিকে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে বৌদ্ধ ভিক্ষুদের পাশাপশি সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করেন।
 
বিক্ষোভ মিছিল শেষে প্রতিনিধিরা বৌদ্ধ মন্দিরস্থিত ভিসা অফিসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি প্রদান করেন।

আগামী কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর কাছেও স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান বৌদ্ধ প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।