ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে প্রচুর বিস্ফোরক উদ্ধার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের একদা মাওবাদী অধ্যুষিত লালগড়ের ঝিটকার জঙ্গল থেকে মঙ্গলবার প্রচুর বিস্ফোরক ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে. সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে এ তথ্য পাওয়ার পরই উদ্ধার অভিযান করা হয় এদিন।

উদ্ধার হয়েছে ৩০০ রাউন্ড গুলি, ৮৪টি ডিটোনেটর, ৮টি ফ্ল্যাশ গান।

পুলিশের অনুমান, বড় কোন নাশকতার জন্য উদ্ধার হওয়া বিস্ফোরক সম্প্রতি এনে জমা করেছিল মাওবাদীরা। আগে এখানে মাওবাদীদের গতিবিধি ছিল। পুনরায় তা শুরু করার চেষ্টা  চলছে বলে মনে করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।