ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা শহর জুড়ে ব্যাপক তল্লাশি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা): আগরতলা শহর জুড়ে ব্যাপক তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ। দুর্গা পুজার আগে শহরে বড় ধরনের নাশকতা হতে পারে এ ধরনের খবরের ভিত্তিতেই শুরু হয়েছে এই অভিযান।



এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই রোববার বলেছিলেন ষড়যন্ত্র করা হচ্ছে শহরের জনবহুল এলাকাগুলিতে হামলা চালানোর। মুখ্যমন্ত্রী তার হাতে রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর সতর্ক হয়ে পড়ে পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই ময়দানে নেমে পড়ে পুলিশ। সোমবার বিকাল থেকে শহর জুড়ে চলছে তল্লাশি অভিযান।

জায়গায় জায়গায় পুলিশ হানা দিচ্ছে। শহরে যে সমস্ত গাড়ি ঢুকছে তার প্রত্যেকটিতে চালানো হচ্ছে তল্লাশি। শহরে ঢোকার মুখগুলিতে তৈরি হয়েছে অস্থায়ী গেট। তাতে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী।

রাজ্য পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা স্বীকার করেছেন পুলিশ অভিযানের কথা। অস্ত্রের চালান, বিস্ফোরক বহন, সন্দেহভাজনদের যাতায়াত ঠেকাতেই এ তৎপরতা বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

চার বছর আগে দুর্গা পুজা এবং ঈদের আগে শহরের চারটি জায়গায় ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সব বিস্ফোরণ করা হয়েছিল জন বহুল এলাকায়। আরও দুটি বোমা লাগান হয়েছিল। কিন্তু তা বিস্ফোরিত হয় নি।
এতে কেউ নিহত না হলেও বহু মানুষ আহত হয়েছিলেন। নষ্ট হয়েছিল বহু টাকার সম্পত্তি।

এদিকে গত কয়েক মাসে রাজ্যে বেশ কিছু সন্ত্রাসবাদী ধরা পড়েছে। তারাও পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল দুর্গা পুজার আগে বা পুজার সময় রাজ্যের বিভিন্নস্থানে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে।

রাজ্য পুলিশ বলেছে এলাকায় কারোর গতিবিধি সন্দেহজনক দেখলেই সাথে সাথে যেন খবর দেয়া হয় পুলিশে।

বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯,  ২০১২
তন্ময়/সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।