ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২

শিলিগুড়ি: বাংলাদেশের অনুর্ধ ১৬ ফুটবল দল পশ্চিমবঙ্গে খেলতে এসেছে। বুধবার কোচবিহার স্টেডিয়ামে তারা আমন্ত্রণী ফুটবল ম্যাচ খেলে কলকাতার জি গ্রুপ অ্যাকাডেমির সঙ্গে।



বৃহস্পতিবার ও শনিবার তারা আরও ২টি ম্যাচ খেলবে মাথাভাঙা এবং শিলিগুড়িতে।

বাংলাদেশ দলটির নেতৃত্বে রয়েছেন মুহম্মদ ইলিয়াস হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, মোট সাড়ে ৪ হাজার স্কুল নিয়ে বাংলাদেশ জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা থেকে দলটি গঠন করা হয়েছে। এ আমন্ত্রণী ম্যাচ থেকে তারা অভিজ্ঞতা সঞ্চয় করতে এসেছেন ভারতে।

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম ম্যাচটি বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।