ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার গুদামে লাখ লাখ টাকার খাদ্যপণ্য নষ্ট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের গুদামগুলিতে লাখ লাখ টাকার সরকারি খাদ্যপণ্য নষ্ট হয়ে যাবার অভিযোগ উঠেছে। এই অভিযোগের কারণে বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার।



সূত্র জানিয়েছে, খাদ্য অপচয়ের জন্য সরকারি আধিকারিকদের উদাসীনতাই দায়ী বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষের এই উদাসীনতার কারণে ধর্মনগর এফসিআইর ১নং এবং ৩নং গোডাউনে কয়েক লাখ টাকার চাল, চিনি, আটা নষ্ট হচ্ছে। খাদ্যপণ্যের বস্তাগুলি বছরের পর বছর ধরে পড়ে থেকে কালো হয়ে গেছে। এগুলির গায়ে বাস বেঁধেছে ময়লা ও ছত্রাক। বহু খাদ্যপণ্য নষ্ট করেছে ইঁদুর ও পোকা।
 
সংশ্লিষ্ট বলছেন, রাজ্যে অনেক রেশনের দোকানে ঠিকমতো চাল, চিনি, আটা পৌঁছায় না। অপরদিকে ধর্মনগরের এই সব গোডাউনে শ্রমিক থাকা সত্ত্বেও খাদ্যপণ্য রেশনের দোকানে পাঠানোর কোনো উদ্যোগ দেখা যায় না। বছরের পর বছর খাদ্য গুদামে থেকে নষ্ট হচ্ছে।
 
অপরদিকে ২নং এবং ৩নং গোডাউনের কিছু আধিকারিক রাতের আঁধারে এই গোডাউন থেকে চাল, চিনি, আটা চোরাই পথে বিক্রি করে বলে অভিযোগ উঠেছে।
 
রাজ্য সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার বুলি আউড়ালেও লাখ লাখ টাকার খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার এ অভিযোগ পাওয়া গেল।
 
খাদ্য দফতরের কোনো আধিকারিক এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।