ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিএমের ওপর হামলা, জঙ্গলমহলে একজন নিহত

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের গড়বেতার বড়মুড়ায় দুষ্কৃতকারীদের হামলায় একজন সিপিএম কর্মী নিহত হয়েছে। এছাড়া গিলাবনিতে সিপিএমের লোকাল কমিটির সম্পাদকের বাড়িতে হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন, এর মধ্যে দুইজন নারী।



সিপিএমের অভিযোগ, শুক্রবার ভোরে ২০-২৫ জনের একটি দল বাইকে করে এসে হামলা চালায় দলীয় কর্মী চিত্তরঞ্জন রক্ষিতের বাড়িতে৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে৷ সকালে তার মৃত্যু হয়৷ ঘটনায় সিপিএমের অভিযোগের তীর তৃণমূলের দিকে৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷

অন্যদিকে, সকালে সিপিএমের গিলাবনির লোকাল কমিটির সম্পাদক কিরিটি হাজরার বাড়িতে হামলা চালায় তৃণমূল সমর্থকরা ৷ এই হামলায় গুলিবিদ্ধ হন তার ভাইয়ের স্ত্রী ঝর্ণা হাজরা৷ ঘটনাস্থলে উপস্থিত বড় ভাইয়ের স্ত্রী চাঁপা হাজরার কান ছিঁড়ে নেওয়া হয় ৷ মাথায় টাঙ্গির আঘাতে আহত হন কিরিটি হাজরার ভাইপো অমিয় হাজরা।

আহত তিনজনকে গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে গড়বেতা থানার পুলিশ বাহিনী৷

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বৃহস্পতিবার একদা দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় মিছিল করে সিপিএম৷ তৃণমূলের অত্যাচারে অতিষ্ট হয়ে স্বতঃস্ফূর্তভাবে মানুষ মিছিলে যোগ দিয়েছেন বলে দাবি করেন স্থানীয় সিপিএম নেতৃত্ব৷

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২
আরডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।