ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ইউরিয়া সারের দাম বাড়লো

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২

নয়াদিল্লি: ভারতে ইউরিয়া সারের দাম বেড়েছে টনপ্রতি  ৫০ রুপি।

বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কেবিনেট মিটিংয়ে সারের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত হয়।

শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নভেম্বর মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এক টন ইউরিয়া সারের দাম পড়বে ৫ হাজার ৩৬০ রুপি। ৫০ কেজির ব্যাগে দাম বাড়বে ২ রুপি ৫০পয়সা করে।

এর আগে ২০১০ সালের এপ্রিলে ইউরিয়া সারের দাম ১০ শতাংশ বাড়িয়েছিলো কেন্দ্রীয় সরকার।

এবারের মূল্যবৃদ্ধির যুক্তি হিসেবে সরকার জানিয়েছে, রাষ্ট্রীয় কোষাগারে এই বাড়তি অর্থ জমা পড়বে না। এই টাকা পাবেন ডিলার এবং খুচরো বিক্রেতারা। বর্তমানে টনপ্রতি ইউরিয়ায় ১৮০রুপি লাভ পান। এবারে এ পরিমাণ বেড়ে হবে ২৩০রুপি। ইউরিয়া বিক্রির রসিদ সরবরাহে খুচরা বিক্রেতাদের উৎসাহিত করতেই এই দাম বাড়ানো হয়েছে।

কেন্দ্রের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সারে ভর্তুকির টাকা পর্যায়ক্রমে সরাসরি কৃষকের কাছে পৌঁছতে সার মন্ত্রকের সিদ্ধান্ত বাস্তবায়নেই এই পদক্ষেপ। সার মন্ত্রকের প্রস্তাবটি এদিন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত কেবিনেট কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে।

নতুন নিয়মে সারের প্রকৃত বিক্রি সম্পর্কে ডিলার অথবা খুচরা বিক্রেতাদের রসিদ দেখাতে পারলে তবেই কোম্পানিগুলি সরকারের থেকে ভর্তুকির টাকা পাবে। উৎপাদক, আমদানিকারক বা পাইকারের কাছ থেকে সার গ্রহণ করার পরে ডিলার অথবা খুচরা বিক্রেতারা এই স্বীকৃতিপত্র দেবেন। তাই নিজ নিজ এলাকায় ইউরিয়ার প্রকৃত বিক্রির স্বীকৃতিপত্র দিতে ডিলার এবং খুচরা বিক্রেতাদের উৎসাহ দিতে চাওয়া হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে একমাত্র ইউরিয়ার সর্বাধিক খুচরা দাম (এম আর পি) ঠিক করে দেয় সরকার। এম আর পি এবং উৎপাদন মূল্যের ব্যবধানটিই সরকার ভর্তুকি হিসেবে কোম্পানিগুলিকে দেয়। ফসফেট এবং পটাশ-ভিত্তিক বাকি সবসারই একেবারে বিনিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত ভর্তুকি তুলে দেয় সার কোম্পানিগুলোর হাতে, আর কোম্পানিগুলি ইচ্ছেমতো সারের দাম ঠিক করে।

কেন্দ্রীয় সরকারের দাবি, ভরতুকির এই নতুন ব্যবস্থায় কারখানা থেকে ঠিক কত পরিমাণ সার বের হলো, তার সঠিক হিসেব জানা যাবে। পাশাপাশি সারের কালোবাজারি এবং শিল্পক্ষেত্রে ভর্তুকিপ্রাপ্ত ইউরিয়ার ব্যবহার আটকানো যাবে।

সরকারের হিসেব, বর্তমানে ভারতে ২ কোটি ২০লাখ টন ইউরিয়া উৎপাদিত হয়। ৭০ থেকে ৮০লাখ টন আমদানি করতে হয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।