ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাদক খাইয়ে কলেজে ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের রূপনারায়ণপুরে কলেজের ইউনিয়ন রুমে মাদক খাইয়ে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের ছাত্রনেতাসহ ৫ জনের বিরুদ্ধে।

এ ঘটনায় শুক্রবার গণধর্ষণের মামলা শুরু করেছে পুলিশ।

একজনকে গ্রেফতার করা হয়েছে৷

ছাত্রীটি অভিযোগ করেছেন, ৯ অক্টোবর সকালে কলেজে এক বন্ধু পার্টি দেবে বলে তাকে ডেকে নিয়ে যায় এক বান্ধবী৷ কলেজের ইউনিয়ন রুমে যাওয়ার পর তাকে মাদক মেশানো পানীয় খাইয়ে শারীরিক নিগ্রহ করা হয়৷  

এরপর বিকেলে ছাত্রীকে কলেজের দুই যুবক বাড়ি দিয়ে যান৷ ঘটনার কথা কাউকে বললে ইন্টারনেটে ছাত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তার৷

রূপনারায়নপুর থানায় তৃণমূল ছাত্র সংগঠনের কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক সাম্য মণ্ডল ও তার ৫ সঙ্গীর নামে অভিযোগ দায়ের করেন নিগৃহীতার বাবা। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে। অভিযুক্ত ছাত্রনেতা সাম্য মণ্ডলসহ সবাই পলাতক বলে জানিয়েছে পুলিশ।

এদিন আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হয়৷ ওই ছাত্রীকে আসানসোল মহকুমা হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷

কলেজের অধ্যক্ষ ঋতুপর্ণ বসু জানিয়েছেন, ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে এসএফআই৷ অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদ নেতা অশোক রুদ্র বলেছেন, এই ঘটনায় তাদের সংগঠনের কেউ জড়িত নয় ৷

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।