ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গিপুর লোকসভার উপ-নির্বাচনে এগিয়ে প্রণব পুত্র অভিজিৎ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২

কলকাতা: প্রত্যাশা মতোই পশ্চিমবঙ্গের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে এগিয়ে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি।

শনিবার সকাল ৮টা থেকে কেন্দ্রটির ভোট গণনা শুরু হয়েছে।

প্রথম রাউন্ডে ১ হাজার ভোটে এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডের গণনায় ২ হাজার ৩৭২ ও পরের রাউন্ডে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে যান সিপিএম প্রার্থী কৃষক নেতা মোজাফফর হোসেন।

এই কেন্দ্রে মোট ১৬ রাউন্ড গণনা হবে। গত বার এই কেন্দ্র জয়ী হয়েছিলেন প্রণব মুখার্জি। তিনি রাষ্ট্রপতি হওয়ার পর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই কেন্দ্রে কংগ্রেস ও সিপিএমের মধ্যে লড়াই হলেও নিবার্চনী লড়াইয়ে আছে বিজেপি ছাড়াও ছোট কয়েকটি রাজনৈতিক দল।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।