ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিবঙ্গে দুর্গা পূজায় ১০ দিনের ছুটি ঘোষণা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২

কলকাতা:  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের পূজার জন্য টানা ১০ দিন ছুটি দেওয়া হয়েছে। এর ফলে ২০ থেকে ২৯ অক্টোবর রাজ্য সরকারের সব অফিস বন্ধ থাকবে।


 
আগামী সোমবার মহালয়ার ছুটির পর মঙ্গলবার এই সার্কুলার হাতে পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পূজার সময় টানা ছুটির রেওয়াজ তুলে দেওয়া হয়, যা প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলেও চালু ছিল। ২০০১ সাল থেকে পূজার  টানা ছুটি তুলে দেন বুদ্ধদেব ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
আরডি/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।