ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডাইনি সন্দেহে খুন ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা): পশ্চিমবঙ্গের পর এবার ত্রিপুরাতেও ডাইনি সন্দেহে এক আদিবাসি নারীকে খুন করা হয়েছে।

ঘটনা আগরতলা শহর থেকে কিছুটা দূরে জিরানীয়ার শান্তিনগর গ্রামে।

শুক্রবার ওই নারীকে খুন করা হয় বলে পুলিশ জানিয়েছে। রোববার তার দেহ উদ্ধার হয়।

নিহত নারীর নাম বিশ্বলক্ষ্মী দেববর্মা। বয়স প্রায় চল্লিশ বছর। শান্তিনগর গ্রামেই তার বাড়ি।

গ্রামের কয়েক জনের জ্বর হয়। কিছুতেই জ্বর সারছিল না। এনিয়ে গ্রাম্য বিচার বসে। তাতে বিশ্বলক্ষ্মীর দিকে অভিযোগ তোলা হয়। বলা হয় সে ডাইনি। তার কারণেই গ্রামে এমন ঘটনা ঘটছে।

বিচার চলাকালেই গ্রামের মানুষ তার উপর হামলে পড়ে। তাকে মারাত্মকভাবে মারধর করা হয়। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সে মারা যাবার পর গ্রামের লোকজন মৃতদেহ মাতিতে পুঁতে রাখে।

রোববার ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় যায়। মাতি খুঁড়ে উদ্ধার করে মৃতদেহ। দুপুরের পর হয় ময়নাতদন্ত।

পুলিশ জানিয়েছে, তারা বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে। কিন্তু গ্রামের পুরুষরা পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১২
প্রতিনিধি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।