ঢাকা, সোমবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার বিশ্ব বইমেলায় ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, অক্টোবর ১৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  এ বছর বিশ্ব বইমেলা অনুষ্ঠিত হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ত্রিপুরা থেকেও এ বিশ্ব বইমেলায় যোগ দিয়েছেন প্রকাশকরা।



ত্রিপুরার প্রকাশনা সংস্থা ‘অক্ষর’ এবারের বিশ্ব বইমেলাতে যোগ দিয়েছেন। অক্ষর প্রকাশনা সংস্থার কর্ণধার শুভব্রত দেব জানিয়েছেন এ খবর।

তিনি জানান, রাজ্য থেকে মাত্র একটি প্রকাশনা সংস্থাই যেতে পেরেছে বিশ্ব বইমেলায়। সারা ভারত থেকে ৩০টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে এবারের বিশ্ব বইমেলায়।

শুভব্রত দেব জানিয়েছেন, এবারের ৬৪তম বিশ্ব বইমেলায় মোট একশটি দেশ থেকে প্রায় সাড়ে সাত হাজার প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে।

সব ভাষার মানুষের বই পাওয়া যাচ্ছে সেখানে। তার মধ্যেও বাংলা ভাষা বিশ্ব বইমেলাতে আলাদা জায়গা করে নিতে পেরেছে বলে জানান শুভব্রত দেব।

বাংলাদেশ সময় : ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১৩,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।