ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধসে মিজোরামে ৪ জনের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : এক নাগাড়ে বৃষ্টি ও ধসের জেরে মিজোরামের মামিত জেলায় চার জনের মৃত্যু হল। এলাকাটি ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সংলগ্ন।

যে চার জন মারা গেছে তারা রাস্তা ঠিক করার কাজ করছিল। তখনই তাদের উপর ধস পড়ে।

পুলিশ জানায়, মিজোরাম-ত্রিপুরা সীমান্ত সংলগ্ন ডাপছুহা গ্রামের কাছে রাস্তায় আচমকা ধস নেমে একটি এক্সক্যাভেটর ও একটি ছোট গাড়ি চাপা পড়ে। আগের ধস সরিয়ে রাস্তা সাফ করার কাজ করছিল এক্সক্যাভেটরটি।   এক্সক্যাভেটরের চালক ও সহকারী এবং ছোট গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৫৪ নম্বর জাতীয় সড়কের বেশ কিছু এলাকায় ধস নেমে বাকি দেশের সঙ্গে সড়ক পথে আইজল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ।

বাংলাদেশ সময় : ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৪,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।