ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মিডিয়া পার্টনার বাংলানিউজ

বঙ্গবন্ধু কাবাডি’র ক্রীড়াসূচি ঘোষণা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১২

কলকাতা: বাংলাদেশের নারী কবাডি দল নভেম্বরে পশ্চিমবঙ্গে আসছে বঙ্গবন্ধু আমন্ত্রণী টুর্নামেন্ট খেলতে। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।



এই প্রথম বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য কাবাডি লিগের প্রথম সারির দল কলকাতার বিদ্যাসাগর কাবাডি ক্লাব ও সোনারপুর কাবাডি ক্লাব যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।

টুর্নামেন্টের বিশ্বব্যাপি প্রচারের দায়িত্বে রয়েছে অনলাইন মিডিয়া পার্টনার বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত বাংলাদেশের বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

রোববার বিকালে উত্তর ২৪ পরগণার অশোকনগর-কল্যাণগড় পৌরসভা মিলনায়তনে এই টুর্নামেন্টের ক্রীড়াসূচির ঘোষণা দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কবাডি ফেডারেশনের সহ-সভাপতি সজল ঘোষ, অশোকনগর-কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান সমীর দত্ত, অশোকনগর বিধানসভার বিধায়ক ধীমান রায়, বাংলানিউজের কলকাতা ব্যুরো চিফ রক্তিম দাশ, টুর্নামেন্ট কমিটির মিহির মণ্ডল, তাপস দাস, তাইবুর রহমানসহ বিদ্যাসাগর কাবাডি ক্লাব ও সোনারপুর কাবাডি ক্লাবের কর্মকর্তারা।

আগামী ২৭ নভেম্বর সকালে পেট্রাপোল সীমান্তে টুর্নামেন্টে অংশ নিতে আসা বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানানো হবে। ওইদিন বিকালে কলকাতা প্রেসক্লাবে হবে সংবাদ সম্মেলন। পরেরদিন ২৮ নভেম্বর দক্ষিণ ২৪পরগনার সোনারপুরে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাথমিক রাউন্ডের খেলা।

এরপর ২ ডিসেম্বর কলকাতার যাদবপুরে সেমিফাইনাল এবং ৩ ডিসেম্বর অশোকনগর-কল্যাণগড়ে ফাইনাল অনুষ্ঠিত হবে।

সজল ঘোষ বলেন, বঙ্গবন্ধু যতখানি বাংলাদেশের ঠিক ততখানি কলকাতার। কারণ এই কলকাতায় তার ছাত্রাবস্থায় রাজনীতিতে হাতেখড়ি। তাই আমরা তাঁর নামে এই টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আনন্দিত। প্রতি বছর এই টুর্নামেন্ট আমরা করব। এরফলে আমাদের দুদেশের সর্ম্পক একটি অন্য মাত্রা নেবে বলে আমরা আশা করি।

টুর্নামেন্টের বিজয়ী দলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শোভিত একটি ট্রফি প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।