ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এফডিআই নিয়ে স্থগিতাদেশের আর্জি খারিজ ভারতের সুপ্রিম কোর্ট

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২

নয়াদিল্লি: খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ(এফডিআই) নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতা কাটাতে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (ফেমা) আইনে প্রয়োজনীয় সংশোধনী করার জন্য সোমবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ভারত সরকারকে উদ্যোগী হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷

একইসঙ্গে আদালত এক্ষেত্রে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিয়েছে।

সম্প্রতি আইনজীবী এমএল শর্মা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন৷

এ মামলায় বলা হয়, খুচরো ব্যবসায় বৈদেশিক মুদ্রার ব্যবহার নিয়ে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা ‘ফেমা’-র কিছু বিধি-নিষেধ রয়েছে৷ এই আইনে পরিবর্তনের ক্ষমতা শুধুমাত্র রিজার্ভ ব্যাংকেরই কাছেই আছে৷

ইতোমধ্যেই বহু পণ্যের খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ চালু করেছে কেন্দ্র৷ কিন্তু, ‘ফেমা’-য় কোনওরকম সংশোধনী করেনি ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক৷

ফলে, কেন্দ্রের এ নির্দেশিকার উপর স্থগিতাদেশ জারি করা হোক ৷


কিন্তু, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি আর এম লোধা এবং বিচারপতি এ আর ডাভের ডিভিশন কলেন, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে, তার উপর স্থগিতাদেশ দেওয়ার কোনও প্রয়োজন নেই ৷কারণ, এ নির্দেশিকায় যে প্রশাসনিক ত্রুটি রয়েছে, তা সংশোধনযোগ্য৷

একপরই ‘ফেমা’-র বিধিতে প্রয়োজনীয় সংশোধনী করার জন্য কেন্দ্রকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেয় আদালত৷

তবে, এ রায় দিতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত মন্তব্য করে, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে নির্দেশিকা জারি করার আগেই, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় পরিবর্তন করা উচিত ছিল কেন্দ্রের৷

সুপ্রিম কোর্টের এ নির্দেশের পর অ্যাটর্নি জেনারেল জি ই বাহানবতী জানিয়েছেন, ‘ফেমা’র বিধি নিষেধে প্রয়োজনীয় পরিবর্তন আনতে আরবিআই-এর গভর্নরের সঙ্গে কথা বলবেন তিনি৷

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
আরডি/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।