ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গি আবু জিন্দালের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট মুম্বাই পুলিশের

মুম্বাই সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২

মুম্বাই: ২৬/১১ মুম্বাই জঙ্গি হানায় অভিযুক্ত জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জিন্দাল বিরুদ্ধে মঙ্গলবার অতিরিক্ত চার্জশিট দিল মুম্বাই পুলিশ।  

জিন্দাল ও জাকিউর রেহেমান লাকভি ও অন্যান্য অভিযুক্তরা করাচির কন্ট্রোল রুমে সেই সময় উপস্থিত ছিল।

তারা এই সন্ত্রাসবাদী হামলাটি পরিচালনা করছিল।

মুম্বাই পুলিশের তরফে এদিন বলা হয়েছে, ৬ জন যারা এই সন্ত্রাসবাদীদের পরিচালনা করেছে, হিন্দি শিখিয়েছে তাদেরই একজন এই জিন্দাল। ১০ জন নৌকা নিয়ে পাকিস্তান থেকে মুম্বাই এসে এই হামলা চালায়। জিন্দাল মুম্বাই শহর সম্পর্কে খুব ভালভাবে জানত।

উল্লেখ্য,২০০৮ সালের ২৬/১১ মুম্বাইয়ের এই সন্ত্রাসবাদী নাশকতায় ১৬৬ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।