ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দক্ষিণ কলকাতার পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২

কলকাতা: দক্ষিণ কলকাতার সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপগুলো মঙ্গলবার পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা।

এদিন সকাল সাড়ে ৯টায় তার সঙ্গে এই পরিদর্শনের সময় ছিলেন যুগ্ম-পুলিশ কমিশনার জাভেদ সামিম ও দমকলের উচ্চ পদস্থ আধিকারিকরা।



এদিন তিনি চেতলা অগ্রনী ক্লাব, বেহালা দেবদারু সংঘ, বরিষা ক্লাব, নাকতলা উদয়ন সঙ্ঘ ও অন্যান্য ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখেন। হাইকোর্টের নির্দেশ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখেন।

মণ্ডপগুলোর প্রবেশ ও বেরুনোর রাস্তা ঠিক আছে কি না তাও দেখেন। তিনি মণ্ডপ নির্মাণের ত্রুটি নিয়ে পূজা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।