ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে স্বৈরতান্ত্রিক শাসন চলছে: কংগ্রেস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গে স্বৈরতান্ত্রিক শাসন চলেছে বলে মঙ্গলবার রাজ্য তৃণমূল সরকারের কড়া সমলোচনা করলেন কংগ্রেসের রাজ্য সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

এদিন বিকালে কলকাতার বিধানভবনে রাজ্য কংগ্রেসের সদর দফতরে কর্মসমিতির বৈঠকের পর তিনি বলেন, “পশ্চিমবঙ্গে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

রাজ্য সরকার কোন রাজনৈতিক দল বা অর্থনীতিবিদের সঙ্গে উন্নয়নের প্রশ্নে কোন আলোচনা করে না। রাজ্যের আর্থিক অবস্থা খারাপ। ”

এফডিআই ইস্যুতে তৃণমূলের সমালোচনা করে তিনি বলেন, “এ সরকার কেন্দ্রের সমলোচনা করছে। আপনি আচরি ধর্ম পরকে শেখাও, আগে রাজ্যটাকে ঠিক করতে হবে তো। ”

রাজ্য সরকারের বিরোধিতা ও এফডিআইয়ের সমর্থনে রাজ্য কংগ্রেস লাগাতার আন্দোলনে নামতে চলছে বলেও জানান তিনি।

সম্প্রতি রান্নার গ্যাস ও সারের দাম বৃদ্ধি হওয়ার ফলে যে সমস্যা হচ্ছে তার জন্য রাজ্য কংগ্রেস দাম কমানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি কেন্দ্রীয় সরকারকে পাঠাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।