ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে সোলাপুর এক্সপ্রেসে আগুন, নিহত ১

নয়াদিল্লি করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২

নয়াদিল্লি: ভারতের সোলাপুর এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

ভারতীয় রেল স‍ূত্রে জানা গেছে, এদিন সোলাপুর থেকে হায়দ্রাবাদগামী সোলাপুর এক্সপ্রেস ট্রেনটি কর্ণাটকের গুলবার্গার স্টেশনে প্রবেশের আগে আগুন লেগে যায়।

ট্রেনটির ৩ টি বগি পুড়ে গেছে।

সূত্রটি আরও জানিয়েছে, আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।