ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ১২ বাংলাদেশি আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): কাজের সন্ধানে অবৈধভাবে প্রবেশ করায় ১২ জন বাংলাদেশিকে আটক করেছে ত্রিপুরা পুলিশ।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তর সূত্রে এ খবর জানা গেছে।

তবে আটকদের কাছ থেকে আপত্তিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৫/৬ দিন আগে সোনামুড়ার দিকে সীমান্তরেখা পার হয়ে কাজের সন্ধানে ১২ জন বাংলাদেশি নাগরিক রাজ্যে প্রবেশ করে। তারা ধলাই জেলার মনু থানাধীন শিববাড়ি এলাকায় প্রবেশ করে।

খবর পেয়ে মনু থানার সেকেন্ড অফিসার বাবুল দাস গত সোমবার দিনগত রাতে তাদের আটক করে। মঙ্গলবার তাদের কৈলাশহর আদালতে তোলা হয়।

থানা সূত্রে জানা যায়, ওই ১২ জনই বাংলাদেশি শ্রমিক।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
এমজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।