ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ডাইনি সন্দেহে মেদিনীপুরে ৩ আদিবাসী নারী খুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২

কলকাতা : রাজ্যের পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুবরাজপুর গ্রামে মধ্যযুগীয় বর্বরতার স্বীকার হলেন ৩ আদিবাসী নারী। ডাইনি সন্দেহে একই পরিবারের  ৩ নারীকে খুনের অভিযোগ উঠল ৷

এই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার ৪জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

নিহততদের মধ্যে দু’জনের নাম সম্বারি সিংহ ও একজনের নাম ফুলমনি সিংহ৷ সম্বারি সিংহের ছেলে বর্ষা সিংহের অভিযোগ করেছেন, গ্রামে গত কয়েকদিনে অচেনা রোগে মৃত্যু হয়েছে ৩ জনের ৷

এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সালিশি সভা বসিয়ে গ্রামের ওই নারীকে ডাইনি চিহ্নিত করা হয় ৷ এরপর সভাতেই শুরু হয় মারধর ৷ প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা ধরে মারধর ও তারপর কুপিয়ে খুন করা হয় ৷

বর্ষা বাধা দিলে তাকেও খুনের হুমকি দেওয়া হয়৷ লাশ গ্রাম সংলগ্ন কংসাবতী নদীর চরে নিয়ে গিয়ে পুঁতে দেওয়া হয়৷

এদিন সকালে স্থানীয় বাসিন্দারা নদীর চরে গিয়ে দেখেন, কয়েকটি জায়গায় মাটি উঁচু হয়ে রয়েছে ৷খবর দেওয়া হয় থানায় ৷এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে ৷

এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায় ৷তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ ৷

বাংলাদেশ সময় : ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।