ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় দুর্গা পূজা উদ্বোধনে সেলিব্রেটিরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২
কলকাতায় দুর্গা পূজা উদ্বোধনে সেলিব্রেটিরা

কলকাতা: দুর্গা পূজা শুরুর আরো ২দিন দিন হাতে থাকলেও সময় নষ্ট করতে নারাজ কলকাতার সার্বজনীন পূজা কমিটিগুলো। প্রতিদিন কলকাতার বিভিন্ন মণ্ডপ উদ্বোধন করছেন বিভিন্ন হাই-প্রোফাইল ভিআইপি থেকে বলিউডের সেলিব্রেটিরা।



বৃহস্পতিবার বিকালে কলকাতার বারুইপুরের পদ্মপুকুর সার্বজনীন পূজার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এমকে নারায়ণন ও রাজ্য বিধানভার স্পিকার আইনজীবী বিমান ব্যানার্জি।

রাজ্যপাল বলেন, ‘‘এই উৎসব সবার। পূজার দিনগুলো আপনাদের সবার ভালো কাটুক। আপনাদের সঙ্গে আমিও পূজার আনন্দ ভাগ করে নিতে চাই। ’’

এদিকে, এবারের পূজা উদ্বোধনে ব্যাপক চাহিদা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সব পূজা কমিটি তাকে দিয়ে উদ্বোধন করতে চাইছেন। এখন পর্যন্ত তিনি ৬টি পূজার উদ্বোধন করেছেন। ষষ্ঠী পর্যন্ত তিনি আরও বেশ কয়েকটি পূজার উদ্বোধন করবেন বলে মহাকরণ সূত্রে জানা গেছে।

শুক্রবার কলকাতায় আসছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ভি ভিএস লক্ষণ। তিনি সল্টলেকের ২টি পূজার উদ্বোধন করবেন। আসছেন বলিউডের গোবিন্দা, বিদ্যা বালান, পুনম ধিলনসহ একগুচ্ছ তারকা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।