ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মাস শেষ হবার অনেক আগেই বেতন, ভাতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১২

আগরতলা (ত্রিপুরা): প্রায় তের দিন আগে রাজ্যের সমস্ত কর্মচারীদের বেতন পরিশোধ করল ত্রিপুরা রাজ্য সরকার। এ ধরনের ঘটনা এ রাজ্যে এবারই প্রথম।



রাজ্য অর্থ দপ্তরের সচিব জানান, ঈদ ও শারদোৎসবের কারণে সরকার অগ্রিম বেতন ভাতা পরিশোধের সিদ্ধান্ত নেয়।

সাধারণত মাসের এক তারিখ কর্মচারীদের বেতন দিয়ে থাকে ত্রিপুরা রাজ্য সরকার।
শুধু বেতনই নয়, দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী এবং শিক্ষকদের পেনশন ভাতা।
১৮ এবং ১৯ অক্টোবর সমস্ত বেতন ভাতা পরিশোধ করা হয়।

এদিকে মাস শেষ হবার আগেই বেতন ভাতা দেওয়ার ফলে রাজ্য সরকারের ভালো অঙ্কের টাকা লোকসান হবে বলে ধারনা করা হচ্ছে।

প্রশাসনিক কর্তা ব্যক্তিদের মতে, আগামী বছর শুরুতেই বিধানসভা নির্বাচন। এজন্য সরকার শিক্ষক কর্মচারীদের তুষ্ট করার কোন সুযোগই হাত ছাড়া করতে রাজি নয় সরকার।

বাংলাদেশ সময়: ২৩৫০ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২
আগরতলা করেসপন্ডেন্ট/আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।