ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বেলুর মঠে কুমারী পূজায় মানুষের ঢল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১২
বেলুর মঠে কুমারী পূজায় মানুষের ঢল

কলকাতা: দুর্গোৎসবের অষ্টমীতে কুমারী পূজায় পশ্চিমবঙ্গের হাওড়ার উত্তরাঞ্চলে ঐতিহ্যবাহী বেলুড় মঠে মানুষের ঢল নামে।

ভারতে হিন্দু পুনর্জাগরণের অগ্রদূত স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রথম বেলুর মঠে কুমারী পূজার প্রচলন করেছিলেন।

সেই প্রথা মেনে এ বছরও কুমারী পুজো অনুষ্ঠিত হল বেলুড়মঠে।

 ১৯০১ সালে বেলুর মাঠে সর্বপ্রথম কুমারী পূজা সূচনা হয়। পাঁচ থেকে বারো বছর বয়স্কা কোনো বালিকাকে নির্বাচন করা হয় এ পূজার জন্য। মাতৃরূপে পূজা করা হয় সেই বালিকাকে।

বেলুড়মঠে এই কুমারী পূজা উপলক্ষে মঠে এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এমকে রাজ্যপাল এম কে নারায়ণ। তিনি মিশনের মহারাজ ও সাধারণ দর্শনার্থীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। গ্রহণ করেন ভোগ প্রসাদ ।

কুমারী পূজা উপলক্ষে মন্দির চত্বর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল রাজ্য পুলিশ।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১২
আরডি/এআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।