ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুনীলের প্রয়াণে কলকাতার রাজনীতিকমহলে শোক

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১২

কলকাতা: বিশিষ্ট সাহিত্যিক সুনীল গাঙ্গুলীর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমেছে কলকাতার রাজনৈতিক জগতে৷

মঙ্গলবার বিকালে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, “প্রখ্যাত কবি ও কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি৷ বাংলা সাহিত্যে তার অবদান ছিল অনস্বীকার্য৷ তার মৃত্যুতে বাংলা এক প্রখ্যাত সাহিত্যিককে হারাল৷ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই৷ ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করি৷”

তার প্রয়াণে শোক ও গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷  

তিনি বলেছেন, “মুক্তমনের ধর্মনিরপেক্ষ সাহিত্যসেবী ছিলেন সুনীল। তার মৃত্যুতে বাংলার সাহিত্য জগতে যে ক্ষতি হল, তা পূরণ হওয়ার নয়।



রাজ্য কংগ্রেসের সভাপতি ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, “তিনি ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল জ্যোতিস্ক। তার মৃত্যুতে আমরা শোকাহত। ”

রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “এটা সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি৷”

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “তিনি লিখেছিলেন ‘আমার বুক টনটন করে ওঠে, কিন্তু নির্দিষ্ট কোনও শোক নেই’৷ কিন্তু তার চলে যাওয়ায় আমার নির্দিষ্ট শোক আছে৷”

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।