ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার গঙ্গায় দুর্গা বিসর্জন চলছে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১২
কলকাতার গঙ্গায় দুর্গা বিসর্জন চলছে

কলকাতা: বিজয়া দশমী উপলক্ষে বুধবার বিকাল থেকেই কলকাতার ঘাটগুলোতে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিমাবাহী গাড়ির দীর্ঘ লাইন লক্ষ করা গেছে।



এদিন রাত ১২টা পর্যন্ত প্রায় ৫০০টি প্রতিমা কলকাতার গঙ্গার বিভিন্ন ঘাটে বিসর্জন হয়েছে। অপেক্ষারত সব প্রতিমা বিসর্জন হতে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত সময় লাগবে বলে কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, বিসর্জন ঘিরে প্রত্যেক ঘাটেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।   কাদা, জল এড়াতে প্রশাসনের তরফে কংক্রিটে মুড়ে ফেলা হয়েছে গঙ্গার বাবুঘাট চত্বর। পাশাপাশি গার্ডেন রিচ, কদমতলা, নিমতলার মতো প্রধান ঘাটগুলোতে রাখা হয়েছে বিশেষ লঞ্চ।
 
বিসর্জন উপলক্ষ্যে বিকেলে রাজ্য সরকারের তরফে বাবুঘাটে বিশেষ সিঁদুর খেলার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্র, অভিনেত্রী জুন মালিয়াসহ অনেকে।
 
বাবুঘাট হোক বা আহিরীটোলায় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এদিন রাত পর্যন্ত সর্বত্রই ছিল উপচে পড়া ভিড়। প্রথম দিকে বাড়ির পূজা ও আবাসনের প্রতিমা বিসর্জন হয়, পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে একে একে সার্বজনীন কমিটির প্রতিমা আসতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।