ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সরে দাঁড়ালেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১২
সরে দাঁড়ালেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের আগামী রোববারের মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের দু’দিন আগে তিনি পদত্যাগপত্র জমা দিলেন।



দেশের সম্ভাব্য মন্ত্রিসভার রদবদলে এসএম কৃষ্ণার পরিবর্তে নতুন কাউকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রগুলো বলছে। তবে কে হতে পারেন নতুন পররাষ্ট্রমন্ত্রী সে ব্যাপারে জানা যায়নি।

এদিকে এসএম কৃষ্ণা তার লাওস সফর বাতিল করেছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে তার সে দেশে পূর্বনির্ধারিত সফরে যাওয়ার কথা ছিল।  

এখন পর্যন্ত এস এম কৃষ্ণার পদত্যাগের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৃহস্পতিবার কর্ণাটকের স্থানীয় আদালত তাকে মাইসর ব্যাঙ্গালর এক্সপ্রেসওয়ের জমি অধিগ্রহণের বিষয়ে দুর্নীতির অভিযোগ এনেছেন।

কৃষ্ণা কর্ণাটক রাজ্যের কংগ্রেস দলীয় সাবেক মুখ্যমন্ত্রী। দলীয় সূত্র বলছে, তাকে রাজ্যে দলের মূল দায়িত্বে আনা হতে পারে। এসএম কৃষ্ণা এ রাজ্যের ভোকালিগা গোত্রের একজন নেতা, যিনি রাজ্য রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী। আগামী রাজ্যসভার নির্বাচনেও দলের নেতৃত্ব দেবেন এসএম কৃষ্ণা।

উল্লেখ্য, নানামুখী সংকট ও অভিযোগের কারণে ক্ষমতাসীন ইউপিএ সরকারের ভাবমূর্তি ফেরাতে মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন। এ নিয়ে ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব ও জোটসঙ্গী শরিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন তিনি। শনিবার রদবদলের তালিকা চূড়ান্ত হয়ে রোববারই রদবদল সম্পন্ন হতে যাচ্ছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।       

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।