ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার সর্বত্র পালিত হচ্ছে ঈদ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা): শনিবার ত্রিপুরার সর্বত্র পালিত হচ্ছে পবিত্র ইদ-উল-আজহা। রাজ্যের সর্বত্র এখন আনন্দের পরিবেশ।

সকাল থেকেই রাজ্যের প্রতিটি মসজিদে নামাজ পড়েন মুসলিম ধর্মপ্রাণ মানুষ জন। এরপর একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা জানান।

রাজ্যের প্রধান মসজিদ আগরতলার গেদু মিয়ার মসজিদ। সকাল থেকে এ মসজিদে ছিল প্রচণ্ড ভিড়। এখানে রাজ্যের মন্ত্রী সহিদ চৌধুরী থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্টজনেরা ঈদের নামাজ পড়েন। আগরতলার সেন্ট্রাল জেলেও এদিন আয়োজিত হয় ঈদের নামাজ।

ত্রিপুরার সোনামুড়া, কৈলাসহর, ধর্মনগর, বিশালগড় ইত্যাদি জায়গায় আনন্দ-উৎসবের পরিবেশ। এই এলাকাগুলোতে প্রধানত মুসলিম অংশের মানুষ বেশি।

ঈদ উপলক্ষে রাজ্যে সরকারি ছুটি ছিল। মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্যপাল ডি ওয়াই পাতিল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।