ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের হাওড়ায় আতসবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার শ্যামপুর থানার নস্করপুরে একটি আতসবাজি কারখানায় বিস্ফোরণে শনিবার একজন নিহত এবং ৩ জন মারাত্মক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টায় নস্করপুর গ্রামের শশাঙ্ক মাইতির বাড়িতে তীব্র শব্দে একটি বিস্ফোরণ ঘটে।

আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়৷ গ্রামবাসীরা দেখতে পান, বাড়িটি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে৷ ঘটনাস্থলে পড়ে আছে ছিন্নভিন্ন শশাঙ্কর লাশ৷

গ্রামবাসীদের অভিযোগ, ওই বাড়িতে অবৈধভাবে আতসবাজি তৈরি হচ্ছিল৷ সেখানেই বিস্ফোরণ ঘটে৷

ঘটনার পর এলাকায় আসে শ্যামপুর থানার পুলিশ৷ উদ্ধার করা হয় শশাঙ্ক মাইতির লাশ৷ ফায়ার সার্ভিসের ২টি গাড়ি এসে আগুন নেভায়৷ বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন ওই কারখানার আরও ৩ কর্মী।

পুলিশের অনুমান, ঘরের মধ্যে থাকা একটি বাল্ব কোনোভাবে ভেঙে গেলে তা থেকে ছুটে আসা ফুলকিতেই আগুন ধরে যায় আতসবাজির মশলায়৷ ঘটে বিস্ফোরণ৷ উড়ে যায় বাড়ির কংক্রিটের ছাদ৷ আগুন ধরে যায় বাড়িটিতে৷

পুলিশ জানিয়েছে, বাড়িটিতে লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ আতসবাজি তৈরি করা হচ্ছিল৷ বিকালেই পুলিশ নিষিদ্ধ বাজি তৈরির অভিযোগে গ্রেফতার করেছে কারখানার মালিকের ছেলেকে৷

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।