ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৩ মন্ত্রী পেয়ে খুশি পশ্চিমবঙ্গ কংগ্রেস, কটাক্ষ তৃণমূলের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১২
৩ মন্ত্রী পেয়ে খুশি পশ্চিমবঙ্গ কংগ্রেস, কটাক্ষ তৃণমূলের

কলকাতা: বেশ কয়েক বছর পর পশ্চিমবঙ্গ থেকে রাজ্য কংগ্রেসের ৩ সাংসদ মন্ত্রী হওয়ার খুশির হাওয়া যেমন একদিকে, তেমনই এই মন্ত্রীত্বকে কটাক্ষ করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আসন্ন পঞ্চায়েত ও সাধারণ নির্বাচনে তৃণমূলের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে কংগ্রেসের মাটি শক্ত রাখতে মালদা, রায়গঞ্জ ও বহরমপুরের ৩ দলীয় সাংসদকেই রোববার মন্ত্রিসভায় নিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷

প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনজন, আবু হাসেম খান চৌধুরী ডালু, দীপা দাশমুন্সী ও অধীর চৌধুরী৷ দীপাকে নগরোন্নয়ন, আবু হাসেমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং অধীরকে রেল প্রতিমন্ত্রী পদে বসানো হয়েছে৷

কলকাতার রাজনৈতিক মহলের ধারণা, মমতার ওপর চাপ বাড়াতে তার কট্টর বিরোধী বলে পরিচিত দীপাকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করা হয়েছে৷ শুধু তাই নয়, তিনি সাবেক ক্রীড়ামন্ত্রী ও রাজ্য রাজনীতিতে হেভিওয়েট নেতা প্রিয় রঞ্জন দাশমুন্সীর স্ত্রী।

যিনি গত কয়েক বছর ধরে কঠিন রোগে আক্রান্ত হয়ে বাকরুদ্ধ ও অবচেতন অবস্থায় রয়েছেন।

প্রকাশ্যে  মমতার সমালোচনায় মুখর হওয়া মুর্শিদবাদের সাংসদ অধীরকেও প্রতিমন্ত্রী করার পাশাপাশি ভারতের সাবেক রেলমন্ত্রী গনি খান চৌধুরীর ভাই আবু হাশেমকে মন্ত্রী করা হয়েছে মালদায় তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ জানানোর লক্ষ্যে।

এদিকে, শপথ নেওয়ার কিছুক্ষণ পরে নয়াদিল্লি থেকে টেলিফোনে বাংলানিউজকে দীপা দাশমুন্সী বলেন, ‘‘রায়গঞ্জে দিল্লির এইমসের মতো হাসপাতাল গড়তে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিলেও জমি নিয়ে রাজ্য সরকার সমস্যা তৈরি করছে ইচ্ছাকৃত ভাবে। এবার দেখি, রাজ্য সরকার কিভাবে আমাদের আটকায়। ’’

অন্যদিকে, মমতাকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অধীর চৌধুরী বলেন, ‘‘চাইলে সংসদের আসন্ন অধিবেশনে তিনি মনমোহন সিংহ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে দেখুন না! সরকারের পতন ঘটিয়ে দেখান!’’


এর পাল্টা প্রতিক্রিয়ায় সদ্য পদত্যাগী কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল সাংসদ সৌগত রায় বিকালে বলেছেন, প্রতিমন্ত্রীদের কোনো ক্ষমতাই নেই৷ তৃণমূলকে বিরক্ত করতেই রাজ্য থেকে কংগ্রেসের ৩ জনকে মন্ত্রী করা হয়েছে৷  কেন্দ্র বঞ্চনা করেছে রাজ্যের সঙ্গে৷

সমলোচনায় সুর চড়িয়ে মালদার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, তারা মন্ত্রী হয়েছেন লালবাতি লাগানো গাড়ি চড়ে ঘুরে বেড়ানোর জন্য। মন্ত্রী হয়ে কিছুই করতে পারবেন না তারা।

এদিকে, দীপা শপথ নের পর উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় আনন্দে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা৷ রায়গঞ্জে শব্দবাজি ফাটিয়ে, মিছিল বের করেন কংগ্রেস কর্মীরা৷

কংগ্রেস সাংসদ মান্নান হোসেন বলেছেন, অধীর মন্ত্রী হওয়ায় পঞ্চায়েত ভোটে কংগ্রেস বাড়তি অক্সিজেন পেল৷

অধীর শপথ নেওয়ার পর মুর্শিদাবাদ জুড়ে কংগ্রেস কর্মীদের মধ্যে খুশির হাওয়া৷ বহরমপুরে প্রিয় নেতার কাট-আউট নিয়ে মিছিল বের করেন কংগ্রেস সমর্থকরা৷

অন্যদিকে, শপথ নেওয়ার পর মালদা শহরের কোতোয়ালিতে আবু হাসেম খান চৌধুরীর বাড়ির সামনেও উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মী-সমর্থকরা৷   

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।