ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ আগরতলায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২
সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ আগরতলায়

আগরতলা (ত্রিপুরা): বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে স্মরণ করেছে আগরতলা। প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে।



ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র এবং ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ছিল স্মরণসন্ধ্যার উদ্যোক্তা। গানে, কবিতায়, সাহিত্যপাঠে আর সুনীল নিয়ে ব্যক্তিগত আলোচনার মধ্য দিয়ে পালিত হয় স্মরণ অনুষ্ঠান।

উদ্যোক্তা দুই সংস্থা তাদের এই আয়োজনের সূচিমুখ তুলে ধরে বলে, সুনীল গঙ্গোপাধ্যায়কে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়াই স্মরণসন্ধ্যার মূল লক্ষ্য।

তার বিভিন্ন কবিতা থেকে পাঠ করে শোনান বাচিক শিল্পীরা। তিনি বেশ কয়েকবার এসেছিলেন আগরতলায়। যাদের সঙ্গে মিশেছিলেন তারা স্মরণসভায় জানান তাদের সেই অভিজ্ঞতার কথা।

আলোচকরা বলেন, সুনীল ছিলেন একজন মুক্ত মনের মানুষ। কোনো ধরনের ধর্মীয় গোঁড়ামি তার মধ্যে ছিল না। ছিলেন উদার মানবতাবাদী। জীবনের প্রথম দিকে কমিউনিস্ট পার্টির সভ্য হয়েছিলেন। কিন্তু তার বোহেমিয়ান জীবন তাকে কমিউনিস্ট পার্টির সদস্য পদে রাখতে পারেনি। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত কমিউনিস্ট গুণাবলী ছিল তার মধ্যে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের সভাপতি গৌতম দাস। পাবলিশার্স গিল্ডের সভাপতি রঘুনাথ সাহা, অক্ষর পাবলিকেশনের কর্ণধার শুভব্রত দেব, জ্ঞান বিচিত্রার কর্ণধার দেবানন্দ ধাম, স্পন্দনের মীনাক্ষী সেন, মনিপুরী সাহিত্য সংসদের সাহিত্যিক এস সিন্‌হা, ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সম্পাদক নিলোৎ পোদ্দার প্রমুখ। তারা সবাই সুনীলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানের মাঝে এসেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। ছিলেন শেষ পর্যন্ত। তিনিও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর [email protected] 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।