ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল পরিচালিত কলকাতা পৌরসভার দুর্নীতির তদন্ত করার হুঁশিয়ারি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২

কলকাতা: মনমোহন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েই রাজ্য রাজনীতি চরম মমতা বিরোধি দীপা দাশমুন্সী সোমবার তৃণমূল পরিচালিত কলকাতা পৌরসভার দুর্নীতির তদন্ত করার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিন তিনি বলেন, “ত্রিফলা আলো বিতর্ক থেকে শুরু করে কলকাতা পৌরসভার যাবতীয় দুর্নীতির তদন্ত হবে।

রাজ্য সরকার উন্নয়নে সহযোগিতা না করলে মানুষই তার বিচার করবেন। কেন্দ্র ও রাজ্যের যৌথ সহযোগিতাতেই উন্নয়ন সম্ভব। ”

এদিকে, কংগ্রেসের সমালোচনা করার কোনও অধিকার নেই তৃণমূলের। এদিন রাজ্য কংগ্রেসের সদর দফতর বিধানভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন রাজ্যের সাবেকমন্ত্রী মানস ভুঁইঞা।

এদিন তিনি বলেন, “অনৈতিকভাবে ইউপিএ ছাড়ার সময় ন্যূনতম সৌজন্য দেখায়নি তৃণমূল। তাই তাদের সমালোচনারও অধিকার নেই। ”

হলদিয়া বন্দরে অচলাবস্থা কাটাতে নিয়ে তিনি এদিন বলেন, “যেভাবে শনিবার পন্য খালাস সংস্থার তিন কর্তাকে প্রথমে অপহরণ ও পরে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে, তা এই রাজ্যের শিল্পায়নের পক্ষে ক্ষতিকর। এর ফলে শিল্পমহলের কাছে ভুল বার্তা পৌঁছুবে। ”

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১২
আরডি/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।