ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দক্ষিণ ভারতে সাইক্লোনের সর্তকতা জারি

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১২

নয়াদিল্লি: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে ভারতের দক্ষিণ অংশের রাজ্য অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী অঞ্চলে সাইক্লোন সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে জানানো হয়েছে, চেন্নাইয়ের ৫০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে।

এই নিম্নচাপের ফলে তামিলনাড়ুর উত্তর উপকূল এবং সংলগ্ন অন্ধ্রের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, নাগাপাট্টিনাম এবং নেলোরের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।

এদিকে, সোমবার রাত থেকেই চেন্নাই ও তার সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় উপকূলবর্তী অঞ্চলে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে।

সেই সঙ্গে তামিলনাড়ু ও পুদুচেরির মৎস্যজীবীদের মাছ ধরতে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। অন্ধ্রের উপকূল ও রায়লসিমা অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

পরিস্থিতির ওপর নজরদারি করতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেলোর ও ওরাঙ্গলে কন্ট্রোল রুম বসানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।