ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গণধর্ষণে অভিযুক্ত কলকাতার প্রথম সারির ৩ ফুটবলার!

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্যে ফের গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবার অভিযুক্ত ভারতের নামী ২ ফুটবল ক্লাবের ৩ খেলোয়াড়ের বিরুদ্ধে।

অভিযুক্ত একজন খেলোয়াড়সহ তাদের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ দমদমের একটি আবাসনে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷

পুলিশ জানিয়েছে, উত্তর দমদমের ওই আবাসনের তিনতলায় থাকতেন ভারতের নামী ক্লাব ইস্টবেঙ্গলের ফুটবলার জগপ্রীত সিংহ, প্রয়াগ ইউনাইটেডের ফুটবলার বলদীপ সিংহ, যশপাল সিংহ এবং তাদের কাজের লোক রবি সিংহ৷

অভিযোগ করা হয়ছে, সোমবার রবি সিংহ ১৪ বছরের এক কিশোরীকে ফ্ল্যাটে ডেকে আনেন৷ তারপর ৪ জন মিলে তাকে ধর্ষণ করেন৷ পরে বিকেলে ওই কিশোরীকে ছেড়ে দেওয়া হয়৷ বাড়ি ফিরে ওই কিশোরী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে৷

বুধবার সকালে পরিবারের সবাইকে সে ঘটনাটি জানায়৷ এরপরই ওই কিশোরীর পরিবারের সদস্যরা আবাসনে গিয়ে অন্যান্য বাসিন্দাদের ঘটনাটি জানান৷

এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একটা পর্যায়ে অভিযুক্তদের  মারধর শুরু হলে সুযোগ বুঝে বলদীপ ও যশপাল সিংহ পালিয়ে যান৷

এরপরই দমদম থানার পুলিশ এসে অভিযুক্ত জগপ্রীত ও রবিকে গ্রেফতার করেছে৷ তাদের জেরা করে বাকি দু’জনের খোঁজ চলছে৷

অভিযুক্তদের বিরুদ্ধে দমদম থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই কিশোরীর পরিবার৷

এদিকে গণধর্ষণে অভিযুক্ত প্রয়াগ ইউনাইটেডের বলদীপ সিংহকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে তার ক্লাব৷

ক্লাবের পক্ষ থেকে দীপন ব্যানার্জি বাংলানিউজকে বলেন, কোনো অপরাধের দায়ে নেবে না ক্লাব৷ ফুটবলাররা আইনি লড়াই লড়লে পাশে দাঁড়াবে না ক্লাব ৷

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।