ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘নীলম’ সন্ধ্যায় আঘাত হানতে পারে তামিলনাড়ু উপকূলে

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১২

নয়াদিল্লি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় নীলম বুধবার সন্ধ্যায় আঘাত হানতে যাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রিয় আবহাওয়া দফতর।

এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ চেন্নাই উপকূলে এই ঝড় আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।



নীলমের প্রভাবে মঙ্গলবার থেকেই চেন্নাইসহ তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সতর্কতা হিসেবে  এলাকার সব স্কুলে ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, চেন্নাই, কাঞ্চিপুরম, কুদ্দালোর, ভিলুপুরমে প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইছে।

আবহাওয়া দফতর সর্তকতা জারি করে এদিন দুপুরের বুলেটিনে বলেছে, ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া আছড়ে পড়তে পারে তামিলনাড়ু উপকূলে। ঘুর্ণিঝড় নীলম নাগাপট্টিনাম এবং নেল্লোরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বয়ে যাবে।  

আগামী ২৪ ঘণ্টায় তামিলনাডু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে সমুদ্র উত্তাল থাকবে। তামিলনাডু, পুদুচেরি এবং অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মত্‍সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভবনা আছে।

এদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নীলমের প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও তাপমাত্রা বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় নীলমের প্রভাবে দক্ষিণ বঙ্গে কিছু পরিমাণে মেঘ এসে উত্তরের শীতল বাযুর পথ আটকাবে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১২
আরডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।