ঢাকা, বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় দেখা মিলল ৫৯ প্রজাতির পরিযায়ী পাখি

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
ত্রিপুরায় দেখা মিলল ৫৯ প্রজাতির পরিযায়ী পাখি

আগরতলা (ত্রিপুরা): উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে পরিযায়ী পাখিদের উপস্থিতির হার বেশ ভালো বলে অভিমত বন দপ্তরের কর্মকর্তাদের। সম্প্রতি বন দপ্তরের পক্ষ থেকে একটি জরিপ রিপোর্ট প্রকাশ করা হয়।

 

এতে রাজ্যে পরিযায়ী পাখিদের উপস্থিতির জেলা ভিত্তিক তথ্য দেওয়া হয়েছে। ঊনকোটি জেলার ৪. ৫হেক্টর এলাকার খাওরাবিল জলাশয়ে মোট ৪৭ প্রজাতির পাখি দেখা গেছে। পাশাপাশি ২২.৭০ হেক্টর জায়গার সাত্তার মিঞার হাওয়রে ৪৫ প্রজাতির পরিযায়ী পাখি দেখা দেখে।

ধলাই জেলার ডুম্বুর জলাশয়টি ২০০০হেক্টর জায়গা জুড়ে রয়েছে, এখানে ৫৬ প্রজাতির পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। সিপাহীজলা জেলার রূদ্রসাগর জলাশয় ২৪০ হেক্টর জায়গা নিয়ে রয়েছে। এখানে ৩৪ প্রজাতির পরিযায়ী পাখির দেখা মিলে।  

অপর দিকে এ জেলার অমৃতসাগর জলাশয় ২৫.৩৫হেক্টর জায়গা নিয়ে রয়েছে। এ জলাশয়ে সর্বশেষ ১৯ প্রজাতির পরিযায়ী পাখির উপস্থিতি লক্ষ্য করা যায়। দক্ষিণ জেলার জয়চাঁদপুর লেক, চিল্লাপট্টার জলাশয়, আমতলী লেক, চালতাটালি লেক সবগুলো মিলিয়ে ৫৯ প্রজাতির পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়।

পশ্চিম জেলার এম বি বি কলেজ লেকটি ৩ হেক্টর জায়গা জোড়ে রয়েছে, এখানে ১১ প্রজাতির পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। এ জেলার জিরানীয়া এনআইটি কলেজ লেকটি ২.০৫হেক্টর জায়গা জুড়ে রয়েছে, এখানে ৮ প্রজাতির পরিযায়ী পাখির দেখা পাওয়া যায়। গোমতি জেলার সুখসাগর জলাশয়ে ৬৭ প্রজাতির পরিযায়ী পাখি দেখা গিয়েছে বলে জরিপ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।  

এ জলাশয় গুলোর বাইরেও রাজ্যের আরও অনেক ছোট বড় জলাশয়ে প্রতিবছর নানা জাতের পরিযায়ী পাখিরা আসে, ডিম পাড়ে বাচ্চা দেয় এবং মৌসুম শেষে আবার ফিরে যায় অন্য জায়গায়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ , ২০২৫
এসসিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।