ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১০ নভেম্বর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২

কলকাতা: সপ্তাহব্যাপী ১৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে৷ আগামী ১০ নভেম্বর শুরু হচ্ছে এ উৎসব। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত৷

শুক্রবার সন্ধ্যায় কলকাতার নন্দনে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসবের সময়সূচি ঘোষণা করেন উৎসব কমিটির চেয়ারম্যান টালিউডের সাবেক নায়ক অভিনেতা রঞ্জিত মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের সচিব নন্দিনী চক্রবর্তী, বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী প্রমুখ।

বরাবরের মতো এবারও কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে৷ বলিউডের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন ও শাহরুখ খান এবারের চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন। এছাড়া অন্যান্য বলিউড ও টালিউড তারকারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইনডোরে হলেও নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চসহ মোট ১২টি প্রেক্ষাগৃহে দেখানো হবে দেশ-বিদেশের ছবি৷ এবার ৬০টি দেশের ১২০ জন পরিচালকের ১৮০টি ছবি প্রদর্শিত হবে৷

এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ চারটি ছবি হচ্ছে- শাহনেওয়াজ কাকলির ‘উত্তরের সুর’, অহিদুল ইসলাম ডায়মন্ডের ‘অন্তর্ধান’ এবং তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘জাপানি বধূ’ ও ‘অয়ি যমুনা’।

এছাড়া এবাবের উৎসবে ইতালির পরিচালক মাইকেল অ্যাঞ্জোলো অ্যান্তোনিওনির ১২টি ছবি ও অমিতাভ বচ্চন অভিনীত ৭টি ছবি প্রদর্শিত হবে। অন্যান্যের মধ্যে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে বিশেষ একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবারের উৎসবে। শ্রদ্ধাজ্ঞাপন করা হবে সদ্য প্রয়াত বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার প্রতি৷

এদিকে এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবিগুলো পরবর্তীতে দেখানো হবে বর্ধমান ও শিলিগুড়িতেও৷ বর্ধমানে আগামী ১৯ থেকে ২৫ নভেম্বর ও শিলিগুড়িতে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাগৃহে উৎসবের বেশ কয়েকটি ছবি দেখানো হবে। এছাড়াও থাকছে ফিল্ম বাজার, আলোচনা সভা ও প্রর্দশনী।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২
আরডি/ সম্পাদনা : সোহেল রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।