ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু ১০ নভেম্বর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১২
কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু ১০ নভেম্বর

কলকাতা: চলছে ১৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি৷ আগামী ১০ নভেম্বর শুরু হচ্ছে এই উৎসব। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত৷

শুক্রবার সন্ধ্যায় কলকাতার নন্দনে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র উৎসবের সময়সূচি ঘোষণা করেন উৎসব কমিটির চেয়ারম্যান অভিনেতা রঞ্জিত মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নন্দিনী চক্রবর্তী, বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী প্রমুখ।

এবারও কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে৷ উদ্বোধন করবেন বলিউডের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন ও শাহরুখ খান৷

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বলিউড ও টলিউড তারকারা৷ অনুষ্ঠানটি নেতাজি ইনডোরে হলেও নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চসহ মোট ১২টি প্রেক্ষাগৃহে দেখানো হবে দেশ-বিদেশের বিভিন্ন ছবি। এবার প্রদর্শিত হবে ৬০টি দেশের ১২০ জন পরিচালকের ১৮০টি ছবি ৷

উৎসবে বাংলাদেশ থেকে প্রদর্শিত হবে শাহনেওয়াজ কাকলির ‘উত্তরের সুর’, অহিদুল ইসলাম ডায়মন্ডের ‘অন্তর্ধান’ এবং তানভির মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘জাপানি বধূ’ ও ‘অয়ি যমুনা’।

এবারের উৎসবে ইতালির পরিচালক মিকেল্যাঞ্জোলো আন্তোনিওনির ১২টি ছবি প্রদর্শিত হবে৷ দেখানো হবে অমিতাভ বচ্চন অভিনীত ৭টি ছবি৷ ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ উপলক্ষে আয়োজন করা হচ্ছে বিশেষ প্রদর্শনীর৷ শ্রদ্ধাজ্ঞাপন করা হবে সদ্য প্রয়াত বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নাকে৷

কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবারের ছবিগুলি বর্ধমান ও শিলিগুড়িতেও দেখানো হবে৷ বর্ধমানে ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ও শিলিগুড়িতে ২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর বিভিন্ন পেক্ষাগৃহে ছবিগুলো দেখানো হবে বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ৷ এছাড়াও প্রতিদিন থাকছে ফিল্ম বাজার, আলোচনা সভা, প্রর্দশনী প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১২
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।